বাংলাদেশ ছাত্রইউনিয়নের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পীরগঞ্জ পাবলিক ক্লাব হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সাকিব আদনানকে সভাপতি ও হৃদয় ইসলামকে সাধারণ সম্পাদক করে ছাত্রইউনিয়নের পৌর শহর শাখার কমিটি গঠন করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি অ্যাড. আবু সায়েম।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মতূর্জা আলম, ছাত্রইউনিয়নের পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি তাবিবুর রহমান দিপু,সাধারণ সম্পাদক শুভ শর্মা প্রমূখ উপস্থিত ছিলেন।