ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিসে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিসার জিলহাজ উদ্দিন জানান, মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা জয়নাল আবেদীনের মনোনয়ন বাতিল করা হয়ছে। তার দাখিল করা মনোনয়নে ফটোকপি করা ১০০ জন ভোটারের তালিকায় দুইটি ক্রমিক নম্বর, নাম ও স্বাক্ষর নেই এবং ১০০ জন ভোটারের সাক্ষরযুক্ত তালিকার মূল কপি দেখাতে পারে নি ওই প্রার্থী। এছাড়া দুজন সমর্থক জয়নালকে সমর্থনের বিষয়টি নির্বাচন অফিসারের কাছে অস্বীকার করেছেন।
নির্বাচন অফিসার আরও জানান, যাচাই-বাছাইয়ে মেয়র পদে ৫জন এবং সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্ত হয়েছে। মেয়র পদে মনোনয়ন চূড়ান্ত হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র কশিরুল আলম, বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম রাজা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী তৈয়ব আলী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফিজুর রহমান।
আগামী ১০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৮ ডিসেম্বর পীরগঞ্জ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
উল্লেখ্য যে,পীরগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি হিসেবে দায়িত্বে আছেন জয়নাল আবেদীন।