ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটিতে ঠাকুরগাঁওয়ের শিহাব

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪০তম জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াকু যোদ্ধা,রংপুর বিভাগের রাজপথে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের উদীয়মান ছাত্রনেতা আবু সালেহ মোহাম্মদ শিহাব। এছাড়াও তিনি বর্তমানে রংপুর জেলা সংসদের সভাপতি’র দায়িত্ব পালন করছেন। তার বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায়।
সমাজ বদলের লড়াকু যোদ্ধা শিহাব বলেন, ছাত্র ইউনিয়ন শিক্ষার অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র কায়েম,জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল প্রকার শোষণ ও নিপীড়নের অবসান,সাম্প্রদায়িকতা নির্মূল, সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র ও নয়া ঔপনিবেশিক শোষণের হাত থেকে মুক্তি এবং দেশে একটি সুখী-সুন্দর সমাজ কায়েমের লক্ষ্যে নিরবচ্ছিন্ন ও আপোসহীন লড়াই পরিচালনাকারী সংগঠন। এক প্রতিক্রিয়ায় এই ছাত্রনেতা জানান, তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া-আর্শিবাদ ও সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪০তম জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ।