করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল জব্বার জানান, বুধবার তার নমুনা পরীক্ষায় রেজাল্ট করোনা পজিটিভ এসেছে। গত কয়েকদিন ধরে তিনি জ্বর-সর্দি উপসর্গে ভুগছিলেন। মঙ্গলবার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন এমপি জাহিদুর রহমান। বুধবার ঠাকুরগাঁও বক্ষব্যাধি ক্লিনিকে জীন এক্সপার্ট মেশিনে পরীক্ষা করে তার করোনাভাইরাস পজিটিভ আসে।
জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান সকলের কাছে দোয়া চেয়েছেন।