ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোবারক আলী চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চাপোড় গ্রামে অবস্থিত হাসপাতালটির চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। পরে মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের আয়োজনে উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান,মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান ডা. মুনির উদ্দিন, ট্রাস্ট পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ইকরামুল হক, ট্রাস্টি ইমদাদুর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম,পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ফয়জুল ইসলাম প্রমূখ।