রুহিয়ায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০

রুহিয়া প্রতিনিধি:
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশ কর্তৃক আয়োজিত নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধে বিট পুলিশিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টাবর) ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চত্বর “বন্ধ হোক নারী নির্যাতন নিশ্চিত হোক দেশের উন্নায়ন” এ প্রতিবাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল ঠাকুরগাঁও আবু তাহের আব্দুল্লাহ, রুহিয়া থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, রুহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ, রুহিয়া গিন্নিদবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বদরুল ইসলাম ভিপি, ১নং রুহিয়া ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, প্রভাষক জাহাঙ্গীর আলম, ১নং রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী প্রমূখ।