ঠাকুরগাঁওয়ে জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় প্রতিনিধি দলের সাথে ঠাকুরগাঁও সদর উপজেলা ও পৌর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার জেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সভায় জেলা যুবদলের সভাপতি চৌধুরী মহেবুল্লাহ আবু নুরের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রুহুল আমিন আকিল, বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক জি এস বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ উন নবী ডন, জেলা যুবদলের সাধারন সম্পাদক মাহাবুব হোসেন তুহিন প্রমুখ। এ সময় ঠাকুরগাঁও পৌর ও সদর উপজেলার যুবদলের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ধারাবাহিকভাবে সভা করে জেলার ৫টি উপজেলা ও পৌরসভাগুলির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। শীঘ্রই আহবায়ক কমিটি গঠন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতি কমিটির কাজ অব্যহত রয়েছেন বলে জানান জেলা যুবদলের সভাপতি চৌধুরী মহেবুল্লাহ আবু নুর ও সাধারন সম্পাদক মাহাবুব হোসেন তুহিন।