
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দুর্গাপুজা উদযাপন কমিটির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাও জেলা পুজা উদযাপন কমিটির সহ সভাপতি ও বালিয়াডাঙ্গী উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন।
পরে প্রতিটি পুজা মন্ডপের জন্য সরকার প্রদত্ত ডিও বিতরণ করা হয়।
এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু বিনোদ কুমার কুন্ডুসহ প্রতিটি পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
পরে একই সময়ে ও স্থানে আন্তর্জাতিক দূর্যোগ প্রশোমন দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বালিয়াডাঙ্গী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) ও বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।