
“দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম গোলাম সারওয়ার, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম প্রমূখ।
এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুর্যোগ প্রশমন দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।