ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী নারী শহিদ প্রীতিলতার জীবনী নিয়ে নির্মিত হবে চলচ্চিত্র। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার কাকরাইলের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত হলো ছবিটির মহরত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
খ্যাতিমান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বন ‘ভালোবাসা প্রীতিলতা’ পরিচালনা করবেন প্রদীপ ঘোষ। চলচ্চিত্রটি নির্মিত হবে বাংলাদেশ সরকারের অনুদানে। যেখানে প্রীতিলতার চরিত্রে অভিনয় করবেন দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
সেলিনা হোসেনের সভাপতিত্বে মহরত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আক্তার ও চলচ্চিত্রের কলাকুশলীরা।