রাণীশংকৈলে নদীতে ডুবে সেনা সদস্যের মৃত্যু

প্রকাশিত: জুলাই ১৮, ২০২০

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নদীর পানিতে ডুবে এক সেনা সদস্যর মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার দুপুরে পৌর শহরের ভান্ডারা অমর স্কুল সংলগ্ন কুলিক নদীতে কয়েকবন্ধু মিলে গোসল করতে নেমে। পানিতে ডুবে মারা যায় এই সেনা সদস্য।তিনি হলেন দক্ষিণ শালবাড়ী (ভান্ডারা) গ্রামের সাবেক সেনা সদস্য মোস্তফার ছেলে আশিক রানা(২০)।

এর আগে উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যরাসহ স্থানীয়রা মিলে এক ঘন্টা ধরে উদ্বার অভিযান চালিয়ে। তাকে নদীর তলদেশ থেকে উদ্বার করে। স্থানীয়রা জানায় সম্প্রতি ছুটি পেয়ে সে বাড়ীতে এসেছিল।