ঠাকুরগাঁওয়ে উদীচীর প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: জুলাই ১১, ২০২০

রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল,স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদ।

দুপুরে শহরের চৌরাস্তায় মোড়ে জেলা সংসদের আয়োজনে এই কর্মসূচী পালন করা হয়। ঘন্টাব্যাপী এই প্রতিবাদ সভায় উদীচীর নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে সরকারের কাছে এসব সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।