পীরগঞ্জ: মানবজমিনের বার্তা সম্পাদকের মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া

দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক সাজেদুল হকের মাতা দুধ নাহার বেগমের মৃত্যুতে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি তারেক হোসেন বার্তা সম্পাদকের মাতার মৃত্যুতে শোক বার্তা পাঠ করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মেহের এলাহি, সহ সভাপতি কাজী নুরুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল,অর্থ সম্পাদক বুলবুল আহম্মদ,সাহিত্য সম্পাদক আমিনুর রহমান হৃদয়,নির্বাহী সদস্য আসাদুজ্জামান আসাদ, সদস্য সাজেদুর রহমান সাজু, সাংবাদিক বাদল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ৬ জুলাই সোমবার মানবজমিন পত্রিকার প্রধান বার্তা সম্পাদকের মাতা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।