পীরগঞ্জে চুরি হওয়া মোবাইল উদ্ধার করলেন ওসি

প্রকাশিত: জুলাই ৭, ২০২০

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের একটি হার্ডওয়্যার দোকান থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করেছেন পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়। মোবাইল ফোনটি উদ্ধার করে সোমবার সন্ধ্যায় ফোনের প্রকৃত মালিকের হাতে মোবাইল ফোনটি তুলেন দেন তিনি।

ওসি প্রদীপ কুমার রায় জানান, গত কয়েকদিন আগে আলম ট্রেডিং কর্পোরেশনের মালিক স্বপন নামে এক ব্যবসায়ী মোবাইল ফোন চুরি যাওয়ার বিষয়ে অভিযোগ করে। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে পঞ্চগড় জেলা হতে মোবাইল ফোনটি উদ্ধার করে।

ওসি আরো বলেন, চুরি ঠেকাতে বিভিন্ন জায়গায় পুলিশি তল্লাশি অব্যাহত রয়েছে এবং চুরির সাথে জড়িতের আইনের আওতায় আনতে আমরা তৎপর রয়েছি। এছাড়াও চুরি ঠেকাতে বিভিন্ন ইউনিয়নে চোর চক্র ও অজ্ঞান পার্টির বিষয়ে সচেতন হওয়ার জন্য মাইকিং করার পাশাপাশি ইউপি চেয়ারম্যানদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।