রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই বিতরণ

প্রকাশিত: জুলাই ৫, ২০২০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ১৫টি পারসোনাল প্রেটোকটিভ ইকুপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে। গতকাল বোববার রাউতনগর উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের(কম্প্যাশন) উদ্যোগে এসব পিপিই স্বাস্থ্য কমপ্লেক্সকে দেওয়া হয়।
এ লক্ষে ঐ দিন অফির্সাস ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদার উপস্থিতিতে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চিকিৎসক মোরসেদুল আলমের নিকট এসব পিপিই তুলে দেওয়া হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহম্মদ সরকার, পীরগঞ্জ উপজেলা মিশন প্রতিনিধি বিষ্ণুপদ রায়, সাংবাদিক বিজয় রায়, রাউতনগর ০২৭৩ বিডি’র সভাপতি জুয়েল মূর্মু ও ম্যানেজার শ্যামল সরেন প্রমুখ।