মহাসড়কে ধান গম ভুট্রা মাড়াই ও শুকানো বন্ধে মানববন্ধন

প্রকাশিত: জুলাই ২, ২০২০

“আমরা নিরাপদে চলতে চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহাসড়কে সকল ধরনের ফসল মাড়াই ও শুকানো বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে। স্বাধীন সমাজ কল্যাণ পরষিদরে আয়োজনে বৃহস্পতবিার সকালে বালয়িাডাঙ্গী চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপি মানববন্ধন করা হয়।

এ মানববন্ধনে সকল বক্তাগণ ঠাকুরগাও-বালয়িাডাঙ্গী মহাসড়কে ধান,গম, ভুট্রা মাড়াই ও শুকানোর বন্ধ করার ব্যপারে প্রশাসনরে দৃষ্টি আর্কষণ করনে।

মানববন্ধনে রাজনতৈকি সংগঠন, বভিন্নি স্বচ্ছোসবেী সংগঠন, ছাত্র ও শ্রমকিগণ অংশ গ্রহন করনে।

মানববন্ধনে র্সাবকি সহযোগতিা করনে বালয়িাডাঙ্গী ব্লাড ডােনার র্অগানাইজশেন,বালয়িাডাঙ্গী স্বচ্ছোচারী ছাত্র সংঘ।