
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ডায়াবেটিস হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা পিপিই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাড়িয়া ও খামার সেনুয়া উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প (কম্প্যাশন) আয়োজনে, উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের মাধ্যমে এসব পিপিই বিতরণ করা হয়। এসময় পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা ফয়জুল ইসলাম, উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি বিষ্ণুপদ রায়, পাড়িয়া ০২৩৬ বিডি’র সভাপতি রেভাঃ থোমাসটুডু ও ম্যানেজার বেনেডিক্ট হাঁসদা, খামার সেনুয়া ০২০৯ বিডি’র প্রতিনিধি-ভাইস মোডারেটর রেভাঃ মনজিৎ রায় ও ম্যানেজার মুক্তি রানী রায় উপস্থিত ছিলেন।