কোভিড–১৯ পরিস্থিতির মধ্যে অনেকের জন্য বাড়তি যন্ত্রণা হয়ে এসেছে বাড়তি বিদ্যুতের বিল। কারও কারও বেলায় ১০ থেকে ১২, এমনকি ১৬ গুণ বাড়তি টাকাও বিল করা হয়েছে। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে এমন খবর।
এবার এই ঘটনার শিকার হয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন তারকা। যাদের মধ্যে রয়েছেন- তাপসী পান্নু, রেনুকা শাহানে, ডিনো মারিয়া ও বীর দাস।সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কয়েকটি ছবি পোস্ট করেছেন তাপসী পান্নু। যেখানে দেখা যাচ্ছে- বলিউডের এই অভিনেত্রীর জুন মাসের বিদ্যুৎ বিল এসেছে ৩৬ হাজার রুপি।
পাশাপাশি এপ্রিল ও মে মাসের বিদ্যুৎ বিলের ছবি শেয়ার করেছেন বলিউডের এই অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে- এপ্রিল মাসে তার বিদ্যুৎ বিল এসেছে ৪৩৯০ রুপি এবং মে মাসে ছিলো ৩৮৫০ রুপি।ছবিগুলোর ক্যাপশনে তাপসী লিখেছেন- “৩ মাস ধরে লকডাউন চলছে। আমি ভাবছি এমন কী জিনিস এরমধ্যে কিনলাম বা ব্যবহার করলাম যার জন্য গত মাসে আমার ইলেকট্রিক বিল এত এল!”
অন্যদিকে, একই অভিযোগ করে কমেডিয়ান বীর দাস সোশ্যাল মিডিয়ায় লিখেছেন- “মুম্বাইয়ে কি আর কারও সঙ্গে এমনটি হয়েছে, যে সাধারণ সময়ে আমারা যে বিল দিয়ে থাকি তার চেয়েও অনেক বেশি এসেছে?”