ঠাকুরগাঁওয়ে টানা বৃষ্টিতে ভেঙে গেল সড়ক

কয়েক দিনের টানা বর্ষণে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পীরগঞ্জ-রাণীশংকৈল পাঁকা সড়কের গণিরহাট এলাকায় নির্মাণাধীন ব্রিজের বাইপাস সড়ক পানিতে তলিয়ে ভেঙে যাওয়ায় দুই উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মানুষ।

সড়ক ও জনপথ বিভাগের অধীনে পীরগঞ্জ-রাণীশংকৈল পাঁকা সড়ক প্রশস্তকরণ কাজ চলছে। এরই অংশ হিসেবে ঐ সড়কের গণিরহাট এলাকায় অন্তার ব্রিজ ভেঙে পুনরায় নির্মাণ করছে গোপালগঞ্জের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। যোগাযোগ সচল রাখতে ঐ ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণাধীন ব্রিজের পার্শ্বে দায়সাড়া ভাবে একটি বাইপাস সড়ক নির্মাণ করেন যা কয়েকদিনের বর্ষণে পানিতে তলিয়ে যায়। পানির প্রবাহ বেশি থাকায় এরই মধ্যে পাইপাস সড়কের কিছু অংশ ভেঙেও যায়।এতে বৃহস্পতিবার রাত থেকেই পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জেলা সদর থেকে পীরগঞ্জ হয়ে রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় চলাচলকারী সকল প্রকার যানবাহন সরাসরি চলাচল করতে পারছে না। ব্রিজের পাশ পর্যন্ত এসে থেমে যাচ্ছে যান। সাধারণ মানুষকে যানবাহন থেকে নেমে ভেঙ্গে যাওয়া ওই বাইপাস সড়কের পানি মাড়িয়ে অপর প্রান্তে গিয়ে আবারো অন্য যানবাহনে উঠে গন্তব্যে যেতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীসহ পথচারীরা।

পীরগঞ্জ থেকে মোটরসাইকেল নিয়ে রাণীশংকৈলের উদ্দেশ্যে যাওয়া আব্দুর রহিম কিরণ নামে এক পথচারী জানান, অন্তার ব্রিজ এলাকার বাইপাস ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ কারণে যেতে পারলাম না। ফিরে আসতে হলো।

জনদুর্ভোগের চিত্র দেখতে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। তারা বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান এবং ঠিকাদারী প্রতিষ্ঠানকে বাইপাস সড়ক মেরামত করার কথা বলেন।

উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম জানান, সড়ক জনপথ বিভাগের ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি জানানো হলে, তিনি সেখানে অস্থায়ীভাবে বেইলি ব্রিজ নির্মাণ করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলেছেন। আশা করছি আজকালের মধ্যেই সেখানে বেইলি ব্রিজ নির্মাণ করা হবে। এতে জনগণের দুর্ভোগ লাঘব হবে।