
ব্যাবসায়ীকে নিজের অজান্তে চেতনা নাশক খাওয়ায়ে রাতে নগদ টাকা, রুপা, স্বর্ণলংকার, কাপড় ও কাশার বাসন সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সাহাপাড়া গ্রামে ধান চাল ব্যাবসায়ি সুমন সাহার বাসায় এ ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনার বিবরণে জানা যায় ব্যাবসায়ি সুমনকে সুমনকে ও তার স্ত্রীকে চেতনা নাশত খাওয়াইয়ে গ্রীল কেটে পাটাতন ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে ডাকাত দল। সেখানে থাকা আলমারি ও লকার ভেঙ্গে ৫ ভরি সোনা, ১০ ভরি রুপা, কাশার বাসন কাপড় ও নগদ৫০ হাজার টাকা নিয়ে যায় ডাকাত দল।
ব্যাবসায়ির স্ত্রী বলেন প্রচন্ড তন্দ্রা ভাব নিয়ে রাত ১০টার দিকে আমরা ঘুমাতে যাই।
সকাল বেলা দেখি ঘর এলোমেলো আলমিরা ও লকার ভাঙ্গা। দেখি আমার গায়ের সোনার চেন ও কানের দুল নেই।
ডাকাত দল সুকৌশলে সর্বস্ব লুট করে নিয়ে গেছে।
পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান হিটলার হক বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শণ করেছে।
তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।।