
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের তামলাই গ্রাম থেকে উদ্ধার হওয়া শতবর্ষী কচ্ছপটিকে বাঁচানো যায়নি। বোস্তামী প্রজাতির ৩০ কেজি ওজনের কচ্ছপটি শুক্রবার রাতে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে মারা গেছে। কচ্ছপটির মৃত্যুর জন্য পুকুরে বিষ প্রয়োগ করে মাছ ধরাকে দায়ী করেছেন স্থানীয় কর্মকর্তারা।
দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান জানান, গত বৃহস্পতিবার বিকেলে তামলাই গ্রামের আবু রায়হানের পুরনো পুকুর থেকে প্রায় ত্রিশ কেজি ওজনের শতবর্ষী কচ্ছপটিকে উদ্ধার করে এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম খবর পেয়ে কচ্ছপটিকে উপজেলা পরিষদ চত্বরে এনে দিনাজপুর বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। বৃহস্পতিবার রাতেই বন বিভাগের কর্মকর্তারা কচ্ছপটিকে রামসাগর জাতীয় উদ্যানে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাতে সেটি মারা যায়।
আব্দুর রহমান আরও জানান, গত মাসে ওই পুকুর থেকে মাছ তোলা হয়। সে সময় পুকুরে খাদ্যের অভাবে ও বিষক্রিয়ায় কচ্ছপটি ভেসে উঠে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, বিষ প্রয়োগ করে মাছ শিকার স্বাস্থ্য সম্মত নয় এবং অন্যান্য জলজ প্রাণীর জন্যও হুমকি। মৎস্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।