ঠাকুরগাঁওয়ে নারীকে উত্ত্যক্ত করায় ভ্রাম্যমাণ আদালতে ১ যুবকের জেল

ঠাকুরগাঁও পৌরসভার মুন্সিরহাট গোবিন্দনগর এলাকায় এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে মঙ্গলবার দুপুরে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত যুবক একই এলাকার মো. হাসান আলীর ছেলে মো. আলতাফুর রহমান (২৫)।

পুলিশ জানায় দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ঐ যুবক তার এক বন্ধুসহ এক নারীকে উত্ত্যক্ত করলে স্থানীয়রা তাদের বাঁধা দেয়। এতে উভয়পক্ষের বাকবিতণ্ডার এক পর্যায়ে এলাকাবাসী তাদের মারধর শুরু করে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নারীকে উত্ত্যক্ত করার ঘটরার সত্যতা নিশ্চিত হলে তাৎক্ষনিকভাবে আলতাফুরকে এই সাজা প্রদান করেন।

ইউএনওর উপস্থিতি বুঝতে পেরে আলতাফুরের বন্ধু পালিয়ে যায়।