ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের ইফতার সামগ্রী বিতরণ

ছাত্রদলের সাবেক সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর ৫ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কামরাঙ্গিচরে ২০০ অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল।

শুক্রবার বিকেলে ছাত্রদল নেতৃবৃন্দ ইফতার সামগ্রী বিতরণ করেন। একইসাথে ঢাকা মহানগর দঃ এর অন্তর্ভুক্ত দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল কলেজের সামনে প্রায় ২৫০ জন অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন শ্যামল , সহ সভাপতি হাফিজুর রহমান, মুক্তাদির হোসেন তরু, যুগ্ম সম্পাদক তানজিল হাসান, সহ সাধারণ সম্পাদক আকতার হোসেন , রাজু আহমদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক এম এ গাফফার হোসেন, সহ সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ,সহ সভাপতি মোস্তাক আহমেদ, কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের সভাপতি সোহেল আরমান,দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম সরকার , সদস্য সচিব নুর মোহাম্মদ সোহেলসহ মহানগর, থানা ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।