পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রকাশিত: মে ৬, ২০২০

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় রাফিক হাসান সাকিব নামে এক শিশু নিহত হয়েছে। নিহত ওই শিশুর বয়স ১ বছর ৪ মাস।

বুধবার দুপুরে সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের ডিয়াবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের রাজমিস্ত্রি জাহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে ওই শিশুর চাচী তাকে তাদের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গিয়ে তাকে তরমুজ খেতে দেন। ওই শিশু তরমুজ খেতে খেতে বাড়ির বাইরে যায়। এ সময় ওই স্থানে একটি ট্রাক্টর মোড় নেয়ার সময় চাকার সাথে ধাক্কা লাগে ওই শিশু। মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় ওই শিশু। চালকের অদক্ষতার কারণেই শিশুটি মারা গেছে বলে দাবি করেছে তার পরিবার। এ ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।রাজমিস্ত্রি জাহিদুল ইসলামের জমজ ছেলে রাফিক হাসান সাকিব ও নাজমুল সাকিব। জমজের এক ছেলে দুর্ঘটনায় নিহত হওয়ায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারটিতে।