এবারে দিনাজপুরে ৫৪১৮টি বাগানে লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। প্রতিটি গাছে লিচুর গুটি মাঝারি আকার হয়ে সবুজ রং ধরেছে। মে মাসের শেষের দিকে লিচু গাছ ভাঙ্গা (সংগ্রহ করা) যাবে বলে জানিয়েছে দিনাজপুর কৃষি অধিদপ্তর।
অধিদপ্তরে উপ-পরিচালক তৌহিদুল ইকবাল জানান, দিনাজপুরের ১৩ উপজেলায় ৬৫৪৬ হেক্টর জমিতে ৫৪১৮টি লিচু বাগানে গত বারের চেয়ে এবছর লিচুর ফলন ভাল হয়েছে। কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে চাষীরা অনেক বেশি লিচু পাবে।
তিনি আরও জানান, প্রতিটি ইউনিয়নে দুই থেকে তিনজন কৃষি কর্মচারী রয়েছে। তারা প্রতিনিয়ত লিচু বাগান পরিদর্শন করছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে আসছেন।
ঘোড়াঘাটের উসমানপুর এলাকার লিচুচাষী তৌফিক রহমান বলেন, ‘আমার ৫ বিঘা জমিতে চাইনাথ্রী ১৬৫টি লিচু গাছ আছে। এবছর লিচুর ফলন ভাল হয়েছে। গত বছর ৩ লাখ টাকার লিচু বিক্রি হয়েছিলো। লিচুবাগান বাবদ খরচ ছিলো ১ লাখ ২০ হাজার টাকা।
ঘোড়াঘাট কৃষি অফিসার এখলাস হোসেন জানান, ৫৩ হেক্টর জমিতে ১৬০ লিচু বাগান রয়েছে।
নবাবগঞ্জ কৃষি অফিসার মোস্তফিজুর রহমান বলেন, এবছর উপজেলায় ২৭০ হেক্টর জমিতে ৩৫২ টি লিচু বাগান রয়েছে। অন্য বছরের চেয়ে এবছর লিচুর ফলন ভাল হয়েছে।
তিনি আরও জানান, প্রতি বছর নতুন নতুন লিচু বাগান তৈরি হচ্ছে। আশা করছি, আগামী এক মাসের মধ্যে চাষীরা তাদের লিচু বাজারজাত করতে পারবে।