ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল দোকান প্রতিষ্ঠান ও কর্মচারী শ্রমিক ইউনিয়নের(রেজিষ্টেশন-বিহীন) সেই কর্মচারী শ্রমিকদের
এবার ওএমএসের কার্ড তুলে দিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আলমগীর সরকার।
তড়িৎ গতিতে ওএমএসের আওতায় ১০টাকা কেজি দরে চাল দেওয়ার অংশ হিসাবে শনিবার(২,মে) সন্ধা সাড়ে ৭টায় তিনি বন্দর বাজারে পৌরসভার ২ নং ওর্য়াডের বাসিন্দা এবং দোকান প্রতিষ্ঠান ও কর্মচারী শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি অমল বসাকের
হাতে ওএমএসের কার্ড তুলে দিয়ে কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।