গাইবান্ধা ও পঞ্চগড় জেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার সকালে পঞ্চগড়ে এক গৃহবধূ এবং দুপুরে গাইবান্ধায় এক কৃষক মারা যান।
শনিবার সকলে পঞ্চগড় পৌর এলাকার পূর্ব জালাসী মহল্লায় এ ঘটনায় মুক্তা আক্তার (২৯) মারা যান। তিনি ওই এলাকার লাল মিয়ার স্ত্রী। তার দুইটি সন্তান রয়েছে।
ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান জানান, সকালে সাড়ে ৯টার দিকে সন্তানদের জন্য খাবার তৈরি করতে রান্না ঘরে যান মুক্তা আক্তার।
“এ সময় বৃষ্টির সঙ্গে আকাশ চমকানো শুরু হলে, তিনি রান্নাঘরের দরজার কাছে দাঁড়ান। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।”
পঞ্চগড় সদর থানার ওসি আবু আককাস আহমদ বজ্রপাতে ওই গৃহবধূর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
অন্যদিকে, শনিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মুকুন্দপুর গ্রামে বজ্রপাতে আব্দুল কাইয়ুম (৫২) নামে এক কৃষক মারা গেছেন।
আব্দুল কাইয়ুম উপজেলার কোচাশহর ইউনিয়নের কোচাশহর গ্রামের অজিমুদ্দিনের ছেলে।
কোচাশহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, শনিবার দুপুরে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে কোচাশহর ইউনিয়নের পার্শ্ববর্তী মুকুন্দপুর গ্রামের এক বিলে তিনজন কৃষক বোরো ধান কাটতেছিলেন।
এ সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে আব্দুল কাইয়ুম ঘটনাস্থলেই মারা যান এবং অপর দুই কৃষক আহত হন বলে জানান তিনি।