
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে বেগম আকতার(৫৭) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার বিকালে উপজেলার পাটুয়াপাড়া গ্রামে নিজ শয়ন ঘড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
থানার উপ-পরিদর্শক হালিম জানান, উপজেলার পাটুয়াপাড়া গ্রামের সোলেমান আলী সোমবার সকাল ১০টা দিকে স্ত্রী বেগম আকতারকে নিজ বাড়িতে রেখে পীরগঞ্জ বাজারে আসেন। দুপুরে বাড়িতে ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে তার মোবাইলে ফোন করেন। ফোন রিসিভ না করায় স্ত্রীকে খোজাখুজি করেন কিন্তু পাননি। পরে ঘড়ের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান সোলেমান। এলাকার জনৈক জুয়েল রানাকে ঘড়ের চালার উপর দিয়ে ভিতরে প্রবেশ করান এবং দেখতে পান-তার স্ত্রীর মরদেহ ঘড়ের তীরে ঝুলে আছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বেগম আকতার পারিবারিক অশান্তির কারণে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, এ ঘটনায় থানা একটি আস্বভাবিক মৃত্যু মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।