সীমান্তে দিয়ে অবৈধভাবে ভারতে পারাপারের সময় বাংলাদেশী ২ যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার ভোরে দিনাজপুর জেলার বিরল উপজেলার কিশোরীগঞ্জ সীমান্তে ৩৩১ এর ৪ এস পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার মুর্শিদহাট মিলরোড গ্রামের শ্রী রামা রায়ের ছেলে মেগনেট রায় ৩৫), নীলফামারী জেলার সদর থানার নীনফামারী গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে লিখন রায়। আটককৃতদের বিরল থানায় হস্তান্তর করার প্রক্রীয়া চলছে। দিনাজপুর ৪২ বিজিবি র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিশোরীগঞ্জ সীমান্তের নোনাগ্রাম এলাকা দিয়ে কিছু লোক ভারতে যাবার চেষ্টা করে। এসময় বিজিবির টহল দল তাদের চেলেঞ্জ করে এবং ঐ দুই যুবককে আটক করতে সক্ষম হয়।