ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র সভা কক্ষে এ সভা হয়। ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রহমান সোহান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হিটলার হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল অবেদিন বাবুল, সদস্য মোজাহারুল ইসলাম, আবুল হোসেন প্রমূখ। সভায় হাসপাতালের সেবার মান বৃদ্ধি, দালাল প্রতিরোধ, বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকে মনিটরিং জোড়দার করা, হাসপাতালের ডেপুটেশনে থাকা ডাক্তার কর্মচারীদের ডেপুটেশন বাতিল করার প্রয়োজনীয়তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। শেষে হাসপাতালের পক্ষ থেকে সংসদ সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।