
“তারুণ্যের মেধায় বাংলা ভাষা” এই স্লোগনকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা নিয়ে প্রতিযোগীতা মুলক ব্যতিক্রমী আয়োজন “ভাষার সাথে” অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বুধবার দুপুরে পাইলট উচ্চ বিদ্যালয়ে ‘জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড’ বিজয়ী আই পজেটিভ নামে সমাজকল্যাণমূলক একটি সংগঠন এ ব্যতিক্রম আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহজাহান আলী ও গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, অঙ্গিকার নাট্য নিকেতনের সভাপতি গৌতম দাস বাবলু, আই পজিটিভের প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ প্রমূখ। এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক, আ’লীগ নেতা সবুর আলম, বিএনপি নেতা জিল্লুর রহমান জুয়েল, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সদস্য নূরনবী চঞ্চল, আই পজেটিভ সভাপতি মাহমুদুল হাসান মিলন, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতিযোগীতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনীর প্রায় এক হাজার দুই শ জন শিক্ষার্থী অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ, প্রভাত ফেরি, জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দুপুরে পীরগঞ্জ সরকারি কলেজে বিজ্ঞান ভবন হলরুমে জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ও সহকারী অধ্যাপক রবিউল আওয়ালের সভাপতিত্বে ও রুকুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বদরুল হুদা, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ কামরুল হাসান, সহযোগী অধ্যাপক এ এস এম রেজানুল্লাহ সরকার ও কামাল হোসেন, প্রভাষক ফনিন্দ্র নাথ বর্মন, খন্দকার আরসাদুল বারী, অবসর প্রাপ্ত হিসাবরক্ষ মেহের এলাহী, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রাজিউর রহমান রাজু প্রমুখ। এছাড়াও কলেজ ক্যাম্পাসে দেয়াল পত্রিকা ‘দেয়ালিকা’ প্রকাশ করা হয়।