পীরগঞ্জে ৫ শ’ শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪

“শীতকে হার মানিয়ে জয়ী হোক মানবতা” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বেলদহী এলাকার ৫ শ ছিন্নমূল নারী পুরুষের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন আইপজিটিভ এর উদ্যোগে কর্মাশিয়াল ব্যাংক অফ শিলন ও এসকেএফ ফার্মাসিউটিক্যাল মিরপুর প্লান্টের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগীতায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রমিঝ আলম, আওয়ামীলীগ নেতা আব্দুল হাকিম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সদস্য নূরনবী চঞ্চল, আইপজিটিভ এর প্রতিষ্ঠাতা সভাপতি শফিক পারভেজ পরাগ, প্রতিষ্ঠাতা সদস্য হাফিজ উদ্দীন, বেদলহী দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ড জয়নাল আবেদিন, জাতীয় পার্টির নেতা রমিজ আলী, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, আইপজিটিভ এর সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ, সহ সভাপতি মেজবাউর রহমান মুন্না, সদস্য রকি, হৃদয়, কামরুল, বাদল, রাফিম সহ গণ্যমান্যব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
আইপজিটিভ এর প্রতিষ্ঠাতা সদস্য হাফিজ উদ্দীন জানান, উত্তরবঙ্গের জন্য শীত একটি দুর্যোগ। এ দুর্যোগকে মোকাবেলা করতে আমরা প্রতি বছরের মত এবারো দুই হাজার শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে আট’শ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই শীত মোকাবেলা করতে শীতার্ত মানুষের পাশে সকলে এগিয়ে আসার আহ্বান জাননি তিনি।।