পীরগঞ্জের ২জন সহ ৭জন আটক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৩

ঠাকুরগাঁওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন ও জালিয়াতি করার অপরাধে ০৭ জন পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের সার্বিক দিক-নিদের্শনায় ঠাকুরগাঁও জেলা পুলিশ তাদের আটক করে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, শুক্রবার সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা ঠাকুরগাঁও জেলার ৩৪টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস এর মাধ্যমে পরীক্ষায় জালিয়াতি করায় ডিজিটাল ডিভাইসসহ পীরগঞ্জ উপজেলার পাটুয়াপাড়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে উমর ফারুক (২৯) কে ঠাকুরগাঁও কালেক্টরেট স্কুল কেন্দ্র হতে নারায়নপুর গ্রামের সমীরুল ইসলামের স্ত্রী আর্জিনা (৩০), কে আরকে স্টেট উচ্চ বিদ্যালয় হতে পূর্বে প্রস্তুতকৃত উত্তরপত্রের কপিসহ গ্রেপ্তার করা হয়। রাণাশংকৈল উপজেলার বাজে বকসা গ্রামের পঞ্চানন চন্দ্রে ছেলে টঙ্কুনাথ বর্মন (৩২), আলসিয়া গ্রামের হুমায়ুন কবীরের ছেলে সোহানুর রহমান (২৮) কে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র হতে, বাচোর ইউনিয়নের বাজে বক্সা গ্রামের এনামুলের ছেলে মনিরুল ইসলাম (২৮), বালিয়াডাঙ্গী উপজেলার আলোক সিপি গ্রামের জামান আলরি ছেলে আনোয়ার খালেদ (২৮) কে ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্র হতে, আরাজি চন্দনচট (মালিবস্তি) গ্রামের আকবর আলীর ছেলে আব্দুল্লা আল নোমান (২৮) কে আউলিয়াপুর ইউনিয়নস্থ কচুবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে, রুহিয়া থানার মধুপুর এলাকার আজহারুল ইসলামের স্ত্রী রোজিনা খাতুন (২৭), রিণমারী এলাকার আনিছুর রহমানের মেয়ে হাসনা হেনা দ্বয়কে ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র হতে গ্রেপ্তার করা হয়।