
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক বিকাশ ও মোবাইল ফেক্সিলোড ব্যবসায়ীর দোকানের ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে নগদ তিন লাখ টাকা ও তিন লাখ টাকার একটি চেক চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে পৌর শহরের কাজী নজরুল ইসলাম সড়কে এ ঘটনা ঘটে।
দোকান মালিক নাসরিন জানায়,সকালে পৌর শহরের কাজী নজরুল ইসলাম সড়কে তার বিকাশ ও মোবাইল ফেক্সিলোড দোকান খুলার সময় এক ব্যক্তি মোবাইল ফোনের রিচার্জ কার্ড নিতে আসেন। দোকান খুলে নাসরিন দোকানের ক্যাশ বাক্সে একটি টাকার ব্যাগ রেখে ঐ ব্যক্তিকে গ্রামীন ফোন কোম্পানীর ২০ টাকার একটি রিচার্জ কার্ড প্রদান করেন। ঐ ব্যক্তি দোকানের সামনে দাড়িয়ে কার্ড ঘষে মেবোইলে টাকা রিচার্জ করা কালে ক্যাশ বাক্সে তালা দিয়ে বালতি নিয়ে পাশের দোকানে পানি নিতে যান তিনি। এ সুযোগে ঐ ব্যক্তি দোকানের ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে টাকার একটি ব্যাগ নিয়ে চম্পট দেয়। ব্যাগে নগদ তিন লাখ টাকা ও তিন লাখ টাকার একটি চেক ছিল। পানি নিয়ে এসে দোকান মালিক দেখেন তার ক্যাশ বাক্সের তালা ভাঙ্গা এবং টাকার ব্যাগটি নেই।
বিষয়টি তাৎক্ষনিক থানা পুলিশকে জানানো হয়। পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েও টাকার ব্যাগটি বা চোরের সন্ধান পাননি।
নাশরিন আরো জানান, ঐ সময় তার দোকানে বা আশে পাশে অন্য কোন লোক ছিল না। দুই মিনিটের মধ্যেই তার দোকানে এমন দূর্ঘটনা ঘটে গেল।
পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ সন্ধায় এ প্রতিবেদককে জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ খবর শুরু করে। এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। চেষ্টা চলছে।