জাতীয় পার্টি দেশে প্রহসনের নির্বাচন চায় না …… হাফিজ এমপি

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৩

ঠাকুরগাঁও-৩ আসনের এমপি এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দীন আহমেদ বলেছেন, জাতীয় পার্টি দেশে প্রহসনের নির্বাচন চায় না। অবাধ সুষ্ঠ ও গ্রহন যোগ্য নির্বাচন চায়। নির্বাচন কমিশন আমাদের আশ^স্ত করেছেন, দেশে গ্রহন যোগ্য নির্বাচন হবে।

মঙ্গলবার সন্ধায় ঢাকা থেকে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন নিয়ে পীরগঞ্জে এক সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের কথা অনুযায়ী এবার দেশে আগের মত নির্বাচন হওয়ার কোন সম্ভাবনা নেই। ভোটাররা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। বাধা দিলে সঙ্গে সঙ্গে মোবাইল কোর্ট করে জেল দেয়ার বিধান রাখা হয়েছে। আমরা জাতীয় পাটির সব প্রার্থীরাই মনোনয়ন পত্র জমা দিবো। ভোট কারচুপি বা কেন্দ্র দখল করার কোন সম্ভাবনা দেখা দিলে পার্টির চেয়ারম্যানের নির্দেশে সবাই এক যোগে নির্বাচন থেকে সরে দাড়াবো।

তিনি বলেন, দেশে জাতীয় পার্টির একটা গ্রহনযোগ্য অবস্থান রয়েছে। আল্লাহ চাহে তো এবারের নির্বাচনে জাতীয় পার্টি সরকার গঠন করতে পারবে। তিনি ভোটারদের অন্যের কথা বিভ্রান্ত না হয়ে সঠিক সময়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করার আহবান জানান।

এ সময় পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, পৌর জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক তৈয়ব আলী, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ও রানীশংকৈল উপজেলা জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর আলম, কাউন্সিলর ইসাহাক আলী, আবু তাহের সহ অন্যান্যরা বক্তব্য দেন।