
আগামী জাতীয় সংসদ নির্বাচনে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের তিন আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। রবিবার বিকালে দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের সারা দেশের ন্যায় এ তিনটি আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষনা করেন। এরা হলেন ঠাকারগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) আসনে বর্তমান এমপি এবং আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনা, ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈলের একাংশ) আসনে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলামের বড় ছেলে ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন এবং ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রানীশংকৈল) আসনে পীরগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক। সন্ধায় বিভিন্ন উপজেলায় দলীয় প্রার্থীর সমর্থনে মিছিল করে আওয়ামীলীগের নেতা-কর্মীরা।