
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও -৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহাম্মেদ বলেছেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসাইন মুহাম্মদ এরশাদ নয় বছরে বাংলাদেশের চিত্র বদলে দিয়েছিলেন। তার শাসনামলে দেশে যে উন্নয়ন হয়েছিল তা মানুষ এখনো মনে রেখেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ঝলঝলি বাজারে ৩টি রাস্তা পাকা করণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে উদ্বোধনী সভায়
প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হয়, তাকেই ভোট দিয়ে এমপি নির্বাচিত করতে হবে। ভোট দিতে ভুল করলে উন্নয়ন থেকে আপনারাই বঞ্চিত হবেন। আমি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছি। । জনকল্যাণে কাজ করে যাবে। আপনারা চাইলে আগামীতেও আপনাদের কল্যাণে কাজ করতে চাই।
উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস, সাবেক ছাত্রনেতা ও সাংসদ পুত্র শামসু হাবিব বিদ্যুৎ ও পৌর কাউন্সিলর কামরুজ্জামান, জেলা পরিষদের সাবেক সদস্য আমির আলী সহ ইউনিয়ন জাতীয় পার্টির অন্যান্য নেতারা সভায় বক্তব্য দেন। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে কুশারীগাঁও-সেনুয়া সড়কে এক কিলোমিটিার, আরএন ফিলিং ষ্টেশন থেকে ঘোড়াধাপ জামে সমজিদ সড়কে ৫ শ মিটার, পড়াপুকুর সড়কে ঝলঝলি বাজার এলাকায় দুই কিলোমিটার পাকা করণ কাজের ভিত্তি বসান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্ত এসব রাস্তার পাকা করণ কাজ বাস্তবায়ন করছেন।