
“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যে আন্তজাতিক দুয়োগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবেলা বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ। শুক্রবার সকালে ইএসডিও প্রেমদীপ প্রকল্পের সহযোগীতায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচীর আয়োজন করেন। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, সহকারি কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমূখ। শেষে পীরগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা দুর্যোগ প্রতিরোধ বিষয়ে সচেতনা মুলক মহড়া প্রদর্শন করেন।