পীরগঞ্জে দুটি ওয়ার্ডে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১ নং ভোমরাদহ ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে ১ ও ২ নং ওয়ার্ড ছাত্রলীগের লীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ অক্টোবর ) বিকেলে ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রথম অধিবেশনে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হিটলার হক, সাধারণ সম্পাদক তরুণ চন্দ্র রায়,উপজেলা আওয়ামীলীগের সদস্য ও স্বাধীনতা শিক্ষক পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হক, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল কবির, দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ১ নং ওয়ার্ডের সভাপতি সুদেব চন্দ্র রায়,সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র শীল ও ২ নং ওয়ার্ডের সভাপতি নয়ন ব্যাপারী, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের নাম ঘোষণা করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামাল হোসেন। সম্মেলনে ভোমরাদহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনগাঁও বাজারে বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করেন।