
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আইন-শৃংখলা এবং চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামূল হক, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান প্রমুখ। সভায় উপজেলার আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে এবং চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ে বিশদ আলোচনা করা হয়। এ সময় সহকারি কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুস রহমান সোহান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।