পীরগঞ্জে কাব-স্কাউট লিডারদের প্রশিক্ষণ

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কাব স্কাউট ইউনিট লিডার ও স্কাউট ইউনিট লিডারদের ৫ দিন ব্যাপী বেসিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমাপনি দিনে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস এর সভাপতি শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও সনদপত্র বিতরণী সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মাহাবুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক খালেকুজ্জামান, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, ভোমরাদহ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে খোদা পাভেল প্রমূখ। এ সময় সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুল ওহাব, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার(মাধ্যমিক) জহরুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।