পীরগঞ্জে ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার -২

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫০ পিচ নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। সোমবার বিকালে উপজেলার সেনগাঁও গ্রামে অভিযান চালিয়ে মাদক সহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সেনগাঁও ইউনিয়নের বনডাংগা গ্রামের এনামুলের ছেলে মেহেদী হাসান মিঠুন আনারুলের ছেলে আলমগীর হোসেন। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
এস আই স্বপন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সোমবার বিকালে উপজেলার সেনগাঁও ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের ৫০ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ জানান, তাদের বিরুদ্ধে থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে।