নব্বই দশকের পাঠক প্রিয় দৈনিক পত্রিকা “সবুজ বাংলা” নতুন আঙ্গিকে আবারও আসছে বাজারে । পাওয়া যাবে দেশের প্রতিটি জেলা উপজেলায়। সাংবাদিক শফিক কলিম-এর সম্পাদনায় পত্রিকাটি পাঠকের হাতে পৌছে দিতে নতুন কলবরে বের করার প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।
সে লক্ষে দৈনিক সবুজ বাংলা পত্রিকায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত গণমাধ্যম কর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় রাজধানী মতিঝিল অবস্থিত পত্রিকাটির কার্যালয়ে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
মিলনমেলা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সবুজ বাংলা’র নির্বাহী সম্পাদক শফিক কলিম, যুগ্ম বার্তা সম্পাদক আতিকুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক সামছুর রহমান, মফস্বল সম্পাদক সালমা আফরোজ, ফিচার এডিটর গাজী মুনছুর আজীজ, প্রধান প্রতিবেদক রকিবুল হাসান সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা।
উল্লেখ্য, আসছে ২৪ সেপ্টেম্বর পত্রিকাটি নতুন কলবরে প্রকাশিত হওয়ার কথা রয়েছে ।