“আড্ডা ছেড়ে খেলাধুলা, মাদক মুক্ত সমাজ গড়া এ স্লোগানকে সামনে রেখে নক আউট সুপার সিক্স ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে । বৃহস্পতিবার সন্ধ্যায় জগথা জয় বাংলা স্পোটিং ক্লাবের উদ্যোগে পৌর শহরের জগথা এলাকায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল। এ সময় উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক প্রভাষক সবুর আলম, উপজেলা যুবলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল সরকার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইসতেয়াক শান্দি, সমাজ সেবক আয়েশ উদ্দিন, আলাল হোসেন, সোহরাব আলী, টিটু আহাম্মেদ, সাংবাদিক বাদল হোসেন উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট ৮টি দল অংশগ্রহণ করবে। শুক্রবার সন্ধ্যায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।