ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে কাওসার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভোমরাদহ রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। কাওসারের বাড়ি উপজেলার খামার সেনুয়া গ্রামে।
পীরগঞ্জ রেল স্টেশনে সহকারী মাস্টার সোহরাব হোসেন সুজন জানান, বুধবার দুপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ রেল ষ্টেশনের কাছে পৌছালে এক যুবক ট্রেন থেকে নামার জন্য লাফ দেয়। এ সময় তিনি পাশের রেল লাইনে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এলাকার লোকজনের ধারণা, ভোমরাদহ স্টেশনে পঞ্চগড় এক্্রপেস ট্রেনের যাত্রা বিরতি না থাকায় সেখানে নামতেই ঐ যুবক চলন্ত ট্রেন থেকে লাফ দেন।