পীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিত করণ সভা

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৩

সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা ২০২৩ বিষয়ে অবহিত করণ সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা হয়।উপজেলা নির্বাহী অফিসার অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফিজউদ্দীন আহমেদ, সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতকারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, সহকারী কমিশনার ভুমি আবদউল্লাহ আল রিফাত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মকলেসুর রহমান চৌধুরী, টেলিনা সরকার হিমু, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান প্রমূখ। সভায় শিক্ষক, সাংবাদিক, সরকারী কর্মকর্তা, আলেম, এনজিও প্রতিনিধি সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।