
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১ নং ভোমরাদহ ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই ) বিকেলে ভোমরাদহ ইউনিয়ন পরিষদ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক,সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইখতেখারুল হক ধ্রুব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হিটলার হক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ারা বুলবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডারের সভাপতি নুরনবী চঞ্চল, সাধারণ সম্পাদক রাসেল কবির , উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর রহমান মিঠু, সাধারণ সম্পাদক নবাব হোসেন সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে গড়া একটি সংগঠন, ছাত্রলীগ শেখ হাসিনার সংগঠন। এই সংগঠনের সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কাজ করা যাবে না। অতি নিকটে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
পরে যাচাই-বাছাই শেষে মো. রাইসুল ইসলাম কে সভাপতি ও কামাল হোসেন কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর রহমান মিঠু। এক বছরের জন্য এ ইউনিয়ন কমিটির অনুমোদন দেয়া হয়।