পীরগঞ্জ থানার নতুন ওসি আব্দুল লতিফ শেখ

প্রকাশিত: জুলাই ৫, ২০২৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মোঃ আব্দুল লতিফ শেখ । এর আগে তিনি ঠাকুরগাঁও সদর থানায় ওসি(অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে পাশ্ববর্তী রানীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) র দায়িত্বে ছিলেন। বদলি জনিত কারণে আব্দুল লতিফ শেখ সোমবার ৩ জুলাই পীরগঞ্জ থানায় অফিসার ইনচার্জ ( ওসি) হিসেবে যোগদান করেন। ৫ জুলাই বুধবার দুপুরে তিনি দায়িত্ব বুঝে নেন।
আব্দুল লতিফ শেখের বাড়ী সিরাজগঞ্জ জেলায় । তিনি ৩২ তম আউটসাইড ক্যাডেট ব্যাচে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এর আগে আব্দুল লতিফ শেখ জয়পুরহাট সদর থানায় সেকেন্ড অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এদিকে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম কে ঠাকুরগাঁও পুলিশ অফিসে বদলি করা হয়েছে। পীরগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তিনি এ থানায় প্রায় বাইশ মাস দায়িত্বে ছিলেন বলে জানান নবাগত ওসি আব্দুল লতিফ শেখ।