পীরগঞ্জে হাঁস চুরি, তওবা পড়ানো হল ৩ জনকে

প্রকাশিত: জুন ১৩, ২০২৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের গরু চুরি করতে গিয়ে গরু না পেয়ে হাঁস চুরি করে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি(তালা ও গ্রীল কাটার যন্ত্র) সহ হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার ভোর রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভেবড়া গ্রাম থেকে তাকে আটক করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে সোপর্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরো দুই জনকে আটক করে ইউনিয়ন পরিষদে রাখা হয়। মঙ্গলবার দিনভর তাদের ইউনিয়ন পরিষদে আটক রেখে বিকালে উত্তম-মধ্যম দিয়ে তওবা পড়িয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এলাকাবাসী জানান, মঙ্গলবার ভোর রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভেবড়া গ্রামে ধর্মচরণ মাষ্টারের বাড়িতে গরু চুরি করতে যায় চোরেরা। ওই শিক্ষকের বাড়িতে গরু না পেয়ে চোরেরা ১টি হাস চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় হাঁসের ডাকাডাকির শব্দে ধর্মচরণ মাষ্টার সহ বাড়ির লোকজন টের পায়। বাড়ির লোকজন ঘুম থেকে উঠে দুইজনকে হাঁস নিয়ে পালিয়ে যেতে দেখে চিৎকার শুরু করে। এ সময় এলাকাবাসী করনা গ্রামে জনৈক পলাশকে তালা ও গ্রিল কাটার যন্ত্র সহ হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে ইউনিয়ন পরিষদে সোপর্দ করা হয়। চুরির ঘটনায় আরো দুইজন জড়িত থাকার কথা স্বীকার করে পলাশ। তার দেয়া তথ্য মতে পরে ভেবড়া গ্রামের আনিসুর ও করনা গ্রামের মজিদকে ইউনিয়ন পরিষদে ধরে আনা হয়। বিকালে উত্তম মধ্যম দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। এলাকাবাসির ধারণা গরু চুরি করতে এসে গরু না পেয়ে তারা হাঁস চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ বিষয়ে হাজীপুর ইউ’পি চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান, হাঁস চুরির অপরাধে তিনজনকে ইউনিয়ন পরিষদে সোপর্দ করে এলাকবাসী। তাদেরকে তওবা পড়িয়ে এবং কান ধরে উঠ বস করিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।