
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩টি রাস্তা পাকা করন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে লোকাল গর্ভমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকোভারী প্রজেক্টের আওতায় রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহাম্মেদ। এ সময় উপজেলা আওয়ালীগের সভাপতি ও সাবেক এমপি ইমাদুল হক, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক জানান, ৪৭ লাখ টাকা ব্যয়ে শহরের সিরাজউদ্দীন আওলিয়ার মাজার গেট থেকে সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ২৭৬ মিটার, সাড়ে ৪১ লাখ টাকা ব্যয়ে বটতলা চৌরাস্তা থেকে বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় ১৬ ফুট প্রস্থ ১৬৮ মিটার এবং ২০ লাখ টাকা ব্যয়ে যমুনা ব্যাংক থেকে সাবেক এমপি জাহিদুর রহমানের বাড়ি পর্যন্ত ৯৬ মিটার রাস্তার আরসিসি ঢালাই কাজ শুরু হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে এসব রাস্তার কাজ শেষ হবে।